নিজস্ব সংবাদদাতা: আগামীকাল কেরালার ৮ টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টি হবে কেরালার পাঠানামথিট্টা, আলাপুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম, ত্রিশুর, পালাক্কাদ, মালাপ্পুরম এবং ওয়ানাদ জেলায়। ফলে এই জেলার মানুষদের আগে থেকেই সাবধান থাকতে হবে। এছাড়াও আগামীকাল ইদুক্কি জেলার জন্য 'কমলা' সতর্কতা জারি করা হয়েছে।