নিজস্ব সংবাদদাতা: এদিন রাজধানী দিল্লিতে ঠান্ডার প্রভাব কিছুটা কমতে শুরু করেছে। গত ২-৩ দিন ধরে রাজধানীতে কড়া রোদ রয়েছে। একই সঙ্গে শৈত্যপ্রবাহের প্রভাবও অনেকটাই কমেছে। উত্তরাখণ্ডেও এ বছর ঠান্ডার অভাব দেখা দিয়েছে। ইউপি-রাজস্থানে চলছে শীত। হিমাচল প্রদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায় শৈত্যপ্রবাহের বিষয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
গত 8 বছরের মধ্যে এই প্রথম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে এমন গরম দেখা গেল। এই সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, 2025 সালের 27 জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস হতে চলেছে। 28-29 জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা 8-9 ডিগ্রি পর্যন্ত যাবে।
গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডেও আবহাওয়া শুষ্ক ছিল। সমতল ভূমিতে উজ্জ্বল রোদ দেখা যাচ্ছে। পাহাড়ি এলাকায় এখনও কিছুটা শীতলতা রয়েছে। দেরাদুনে বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যে আবহাওয়া পরিষ্কার থাকবে। এই বছরের জানুয়ারি মাসে উত্তরাখণ্ডে ঠান্ডা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যদিও সকাল এবং সন্ধ্যায় ঠান্ডা অব্যাহত রয়েছে।
বর্তমানে উত্তরপ্রদেশ ও রাজস্থানে শীত চলছে। আবহাওয়া দফতরের মতে, সোমবার, 27 জানুয়ারী, 2025, উত্তরপ্রদেশের লখনউ, মিরাট, আগ্রা, বারাণসী, প্রয়াগরাজ এবং বেরেলি সহ ফতেহপুরে তীব্র ঠান্ডার সাথে ঘন কুয়াশা থাকবে। রাজস্থানের আবহাওয়া আজ শুষ্ক হতে চলেছে। আগামী ৩ দিন রাজ্যে প্রবল ঠাণ্ডা থাকতে পারে। জম্মু ও কাশ্মীরের কথা বললে, এখানে এখনও শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। উপত্যকায় তাপমাত্রা মাইনাসে। সোমবার সকালে কাশ্মীরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -5 ডিগ্রি।