কেদারনাথে বাধা হচ্ছে আবহাওয়া, তারপরও চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী

'ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ গতকাল অবতরণ করেছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking-cloudburst-in-uttarakhand-s-kedarnath-several-feared-trapped-1722452014212-16_9-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেদারনাথ ও আশেপাশের এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার অভিযানের বিষয়ে রুদ্রপ্রয়াগের এসডিএম আশিস ঘিলদিয়াল এদিন বলেন, “এখানে গৌচার এয়ারস্ট্রিপ, চিনুক এবং ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ গতকাল অবতরণ করেছে। গতকাল Mi-17 বিমান উদ্ধার অভিযান শুরু করার চেষ্টা করলেও আবহাওয়া ভালো না থাকায় তা করতে পারেনি। আজ সকাল থেকে আমরা ১৫ জনকে উদ্ধার করেছি এনডিআরএফ-এর কর্মীদের বিমানে করে। প্রায় ৩০০ জন এখনও সেখানে আটকে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী NDRF এবং SDRF সেখানে মোতায়েন করা হবে। মানুষদেরকে উদ্ধারের জন্য সবচেয়ে নিরাপদ পথ ব্যবহার করা হচ্ছে বাহিনীর তরফে”।

 

Adddd