ছোট পোশাক পরা অপরাধ নয়: দিল্লি হাইকোর্ট

প্রকাশ্যে অন্যের বিরক্তি উৎপাদনকারী অশ্লীলতার দায়ে ভারতীয় ফৌজদারি আইনের ২৯৪ ধারা অনুসরণে গত বছর পাহাড়গঞ্জ থানায় ওই মহিলাদের বিরুদ্ধে অভিযোগ।

author-image
Jaita Chowdhury
New Update
delhi highcourt1.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ছোট পোশাক পরা অপরাধ নয়। বারে অশ্লীল নাচের জন্য অভিযুক্ত সাত মহিলাকে মুক্তি দিয়ে অভিমত দিল্লির আদালতের (Delhi High Court)। ওই ঘটনায় কোন অপরাধ হয়েছে বলে প্রমাণে ব্যর্থ পুলিশ। অভিমত তিস হাজারী আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট নীতু শর্মার। প্রকাশ্যে অন্যের বিরক্তি উৎপাদনকারী অশ্লীলতার দায়ে ভারতীয় ফৌজদারি আইনের ২৯৪ ধারা অনুসরণে গত বছর পাহাড়গঞ্জ থানায় ওই মহিলাদের বিরুদ্ধে অভিযোগ।

ছোট পোশাক পরার যেমন অপরাধ নয়, তেমনি বারের মধ্যে(প্রকাশ্যে নয়) এমন নাচের জন্য অপরাধের অভিযোগ গ্রহণযোগ্য নয়। নর্তকী ছাড়া যদি অন্যের বিরক্তির উৎপাদন হয়, একমাত্র তাহলে সাজা হতে পারে। অভিমত আদালতের। এলাকায় টহলরত এক সাব ইন্সপেক্টরের অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি ও মামলা। 

জানা গিয়েছে, ওই পুলিশ কর্মী ছাড়া অন্য কেউ ওই নাচের জন্য বিরক্ত হয়েছিলেন, এমন দাবি প্রমাণিত হয়নি। তাঁরা ওই নাচ দেখতেই গিয়েছিলেন, এই মামলার ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন দুই সাক্ষী। বোঝাই যাচ্ছে পুলিশ নিজের মত একটি কাহিনী বানিয়েছে। যেখানে সাধারণের সমর্থন নেই। তাই ওই এসআই-এর দাবি মেনে নিলেও অপরাধের বিষয়বস্তু প্রমাণিত হচ্ছে না। দ্বিতীয়ত, তিনি ঠিক ওই সময়ে সেখানে পেট্রোলিং-এর দায়িত্বে ছিলেন, এমন কোন ডিউটি রোস্টার ওই এসআই পেশ করতে ব্যর্থ। মন্তব্যসহ অভিযোগ খারিজ।