বাজেট নিয়ে প্রতিবাদ করব, আমাদের অংশ দিতে হবে- জানিয়ে দেওয়া হল

বাজেট নিয়ে কি বলা হল?

author-image
Aniket
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: আজাদ সমাজ পার্টি (কাঁশি রাম) সাংসদ চন্দ্র শেখর আজাদ এই মুহূর্তে বড় দাবি করেছেন।

তিনি বলেছেন, "যদি আমরা বাজেটে আমাদের অংশ না পাই তবে আমরা আমাদের মতামত প্রকাশ করব এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করব। যাদেরকে মানুষ হিসেবেও বিবেচনা করা হয়নি, তাদের (এসসি ও এসটি) কী দেওয়া হবে? যাদেরকে মানুষ হিসেবেও বিবেচনা করা হয়নি, তাদের (এসসি ও এসটি) কী দেওয়া হবে? আমরা এখানে আমাদের জনগণের অধিকার রক্ষা করতে এসেছি।"