নিজস্ব সংবাদদাতা:মহাকুম্ভে পবিত্র স্নান করার পরে, AAP সাংসদ গুরমিত সিং মিট হায়ার বলেছেন, "আমরা ছোটবেলা থেকেই কুম্ভের কথা শুনেছি। আমরা এখানে এসে খুব খুশি... আমরা মা গঙ্গা এবং ভগবান রামের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের আশীর্বাদ করেন... আমাদের জন্য এমন ভাল ব্যবস্থা করার জন্য আমরা ইউপি সরকারকে ধন্যবাদ জানাতে চাই"।