নিজস্ব সংবাদদাতাঃ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) অর্থ পাচারের মামলায় ডিএমকে নেতা এবং তামিলনাড়ুর উচ্চশিক্ষা মন্ত্রী কে পোনমুডি এবং তাঁর সাংসদ পুত্র গৌতম সিগামানির বাড়িতে অভিযান চালায়। এদিকে এই ঘটনা নিয়ে এবার গর্জে উঠলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ সোমবার তিনি জানান, ‘আমরা তামিলনাড়ুর শিক্ষামন্ত্রীর বাড়িতে ইডি (ED)-র অভিযানের তীব্র নিন্দা জানাই। তারা পার্টি ভাঙার চেষ্টা করছে এবং ইডির মাধ্যমে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু ইডি-র জন্য এনডিএ-র কোনও অংশীদার থাকবে না এবং বিজেপির অনেক নেতাও চলে যাবেন। ভারতের মতো মহান দেশকে ভয় দেখাতে বা নিয়ন্ত্রণ করতে পারবে না ইডি।’