নিজস্ব সংবাদদাতাঃ অকাল প্রয়াত সেনা ক্যাপ্টেন অংশুমান সিং। সিয়াচেনে এক অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন তিনি। তাকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মরণোত্তর কীর্তি চক্রে সম্মানিত করেছেন। সেই সম্মান গ্রহণ করেছেন তার স্ত্রী এবং মা।
তবে এই সম্মান গ্রহণের পরেই পুত্রবধূর বিরুদ্ধে সরব হয়েছেন ক্যাপ্টেনের বাবা মা। তাদের অভিযোগ যে, পুরস্কার গ্রহণের পরেই পুত্রবধূ ছেলের সব জিনিসপত্র নিয়ে তাদেরকে ছেড়ে চলে গেছে। তারা জানিয়েছেন যে, '' বৌমা আমাদের সঙ্গে থাকেন না। ছেলের মৃত্যুর পরে উত্তরাধিকারের সব সুবিধা সে পায়। আমাদের কাছে ছেলের শুধুমাত্র একটি ছবি আছে, গলায় মালা পরানো সেই ছবি দেওয়ালে ঝুলছে। "
তাই তাদের দাবী যে, একজন সৈনিকের মৃত্যুর ক্ষেত্রে পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার জন্য ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী উত্তরাধিকার হিসেবে যে মানদণ্ড রয়েছে তা পরিবর্তন করা জরুরি।
এ ক্ষেত্রে জানা গিয়েছে যে, ক্যাপ্টেনের নমিনি হলেন তার স্ত্রী স্মৃতি সিং। তাই অবিলম্বে তারা এই নিয়মের পরিবর্তন চান।