আমরা ইজরায়েলের সঙ্গে আছি: প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং

ফিলিস্তিনি ইসলামী গোষ্ঠী হামাস গত ৫০ বছরের মধ্যে ইহুদি রাষ্ট্রের ওপর সবচেয়ে বড় হামলা চালানোর পর ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে।

author-image
SWETA MITRA
New Update
RAJ IS.jpg


নিজস্ব প্রতিনিধি: ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এমনকি হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলকে সম্ভাব্য সব ভাবে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।

isss1.jpg

 ভারতের বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং টেলিফোনে এএনএম নিউজকে বলেন, ‘ভারত মানবতার পক্ষে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের বইয়ে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। হামলায় নিহত ও আহত ইজরায়েলিদের জন্য আমরা অন্তর থেকে সমবেদনা জানাচ্ছি।‘

hiring 2.jpeg

ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠন হামাস ইজরায়েলের ওপর রকেট ও গ্রেনেড হামলা অব্যাহত রয়েছে। ইজরায়েলি সামরিক বাহিনী, গ্রাম ও বিভিন্ন জিনিসের ওপর দখলদারি করেই চলেছে হামাসরা।

iss 2.jpg

এদিকে হামাসদের হামলার জেরে এ পর্যন্ত প্রায় ৪০০ জন নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামাস ও ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে।

hiring1.jpg