নিজস্ব সংবাদদাতাঃ ডিএমকে সাংসদ ডিএনভি সেন্থিলকুমার এস-এর 'গোমূত্র' মন্তব্যের জবাবে বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর বলেন, "আমরা গর্বিত যে আমরা 'গোমাতার' উপাসক। মধ্যপ্রদেশে ইতিমধ্যেই গোমাতার পুজো করা হত। রাজস্থান ও ছত্তিশগড়ে গরু রক্ষায় ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু ডিএমকে সাংসদকে সংসদ ও দেশের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি হিন্দিভাষী অঞ্চল এবং 'গোমাতা'কে অপমান করেছেন। 'গোমূত্র' একটি ওষুধ। সোরিয়াসিসের মতো রোগগুলো এটি দিয়ে নিরাময় করা যেতে পারে। তামিলনাড়ু এবং কর্ণাটকেও গোশালা রয়েছে। 'সনাতন ধর্মের' প্রতীকের অপমান দেশ সহ্য করবে না।"