নিজস্ব সংবাদদাতা: ওয়েনাড ভূমিধস এলাকায় আজ সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধার অভিযান। এখনও অনেকে ভূমিধসের এলাকায় আটকে রয়েছে বলে জানা যাচ্ছে। তাই আজ লক্ষ্যই হল উদ্ধারকার্য সম্পন্ন করা। ছয় কলাম এনডিআরএফ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একযোগে উদ্ধার অভিযান চলবে বলে জানা যাচ্ছে। মীপদী-চূরমালা রোডের উপর একটি সেতুর নির্মাণ শুরু হবে। যার মধ্যে বায়ুসেনার প্রচেষ্টাকে কাজে লাগিয়ে স্রোতের বিপরীতে আর্থ-মুভিং যন্ত্রপাতি অন্তর্ভুক্ত করা হবে। ব্রিগেডিয়ার সিগান এবং ইটিএফ কমান্ডাররা চেষ্টা করছে আগামী সাড়ে ৯ ঘন্টার মধ্যে উদ্ধার অভিযান সম্পন্ন করতে। তবে এই সবের মধ্যে বাধ সাদছে আবহাওয়া। আজও ওয়েনাডের আবহাওয়া ভয়াবহ হয়ে রয়েছে। ফলে ফের বৃষ্টির পরিমাণ বাড়লে উদ্ধারকাজ ব্যহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। তাই ততোক্ষণ তৎপরতার সাথেই চলবে সেনাবাহিনীর উদ্ধার অভিযান।