ওয়েনাড তো অবশ্যই, মহারাষ্ট্র-ঝাড়খণ্ডও যাবে ইন্ডিয়া জোটের দখলে!

এবার সেই প্রিয়াঙ্কা গান্ধী বঢরার জন্য প্রচারে নেমেছেন কংগ্রেস নেতা শচীন পাইলট।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sachin pilottq1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ওয়েনাডে এক সময় সাংসদ ছিলেন কংগ্রেসের রাহুল গান্ধী। কিন্তু রাহুল ২০২৪ লোকসভা নির্বাচনে জোড়া সাফল্য পান। ওয়েনাড এবং রায়বেরেলি দুই কেন্দ্র থেকেই জয়ী হন তিনি। সেই সময় তাঁর মায়ের কেন্দ্রই বেছে নেনে রাহুল। আর তখনই গুঞ্জন শোনা যাচ্ছিল ওয়েনাড কেন্দ্রটি তিনি তাঁর বোন প্রিয়াঙ্কার জন্য ছাড়তে পারেন। এবার সেই প্রিয়াঙ্কা গান্ধী বঢরার জন্য প্রচারে নেমেছেন কংগ্রেস নেতা শচীন পাইলট।

yfhjkl;

এদিন প্রচার শেষে শচীন বলেন, “ওয়েনাডের জনগণ ঐতিহাসিক ব্যবধানে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে সংসদে পাঠাতে তাদের মন তৈরি করেছে। তিনি ওয়েনাডের জনগণের আশা ও আকাঙ্ক্ষার জন্য একজন শক্তিশালী নেত্রী হবেন প্রিয়াঙ্কা। এই উপ-নির্বাচনটি কেরালার পরবর্তী বিধানসভা নির্বাচনের একটা মাত্রা যোগ করবে, যেটি ২০২৬ সালে ইউডিএফ ক্ষমতায় আসবে এবং আমি মনে করি উপ-নির্বাচনগুলিও দেখাবে যে বামফ্রন্ট সরকার কেরালায় ব্যাপকভাবে অজনপ্রিয় এবং তাদের জাতীয়ভাবেও যেতে হবে। বিজেপি তার ট্র্যাকশন হারিয়ে ফেলছে এবং মানুষ এখন একই পুরানো স্লোগান, উচ্চ মূল্যস্ফীতির জেড়ে ক্লান্ত। বেকারত্ব, এবং কৃষি সংকটের মুখে দাঁড়িয়ে। বিরোধী দলের নেতা হিসেবে রাহুল গান্ধী সংসদে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছেন। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিজেপি নিজেদের জায়গা হারাবে তাও নিশ্চিত করেছেন তিনি। ইন্ডিয়া জোট উভয় রাজ্যে সরকার গঠন করবে”।

priyanka sad1.jpg