বৃষ্টি হয়নি, শুকিয়ে যাচ্ছে জল, এরপর?

বৃষ্টির দেখা নেই। শুকিয়ে যাচ্ছে রিজার্ভারে রাখা জল। এরপরেও বৃষ্টি না হলে সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা।

author-image
Pritam Santra
New Update
drinking wate

নিজস্ব সংবাদদাতাঃ  আরব সাগরে ঘূর্ণিঝড় বির্পযয়ের কারণে জুনের অর্ধেকের পরেও আশানুরূপ বৃষ্টিপাত হয়নি মুম্বাইয়ে। মুম্বাইয়ে জল সরবরাহকারী হ্রদগুলিতে রিজার্ভ কোটা সহ মাত্র ১৬% জল অবশিষ্ট রয়েছে। এই জল আগামী ৪৮ দিনের জন্য মুম্বাইয়ের তৃষ্ণা মেটাতে পারে বলে মনে করা হচ্ছে। যদি বৃষ্টি হতে আরও দেরি হয়, তাহলে জুনের শেষ নাগাদ মুম্বইয়ে সমস্যা আরো বৃদ্ধি পাবে। বিএমসি প্রশাসন এ বিষয়ে তথ্য দিয়েছে। তানসা, মোদকসাগর, মধ্য বৈতরনা, আপার বৈতরনা, ভাটসা, বিহার এবং তুলসী এই সাতটি হ্রদ থেকে মুম্বাইয়ে প্রতিদিন ৩৮৫০ মিলিয়ন লিটার জল সরবরাহ করা হয়। এই ৭ টি হ্রদে সারা বছর মুম্বাইয়ের মানুষের তৃষ্ণা মেটাতে ১৪,৪৭,৩৬৩ মিলিয়ন লিটার জলের প্রয়োজন হয়। বর্তমানে এই ৭টি হ্রদে মাত্র ১৬ শতাংশ অর্থাৎ ২ লাখ ৫০ হাজার ৬৯১ মিলিয়ন লিটার জল অবশিষ্ট রয়েছে বলে খবর।