নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর একাধিক এলাকা এখন জলমগ্ন। কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান। আশঙ্কা করা হচ্ছে, বিকেলের পর পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আর এই সবের মধ্যেই জলের তলায় চলে গেল আস্ত একটা এলাকা।
চেন্নাইয়ের পাম্মাল অঞ্চলে ধরা পড়ল সেই ছবি। সেখানে বুক ভর্তি জলে দাঁড়িয়ে কাজকর্ম সারছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। জলের মধ্য দিয়েই হেঁটে যাচ্ছেন তারা। এমনই ভয়ঙ্কর চিত্র দেখা গেল সেখানে।
অন্যদিকে, এই পাম্মাল জেলাতেই গবাদি পশুদের অবস্থা আরও শোচনীয়। কেননা গভীর জলের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে তাঁদের। আন্ডারপাসের নীচে মাথা উঁচু রেখে পাশ করছে তারা। কেননা সেখানে ডুবে যাচ্ছে গবাদি পশু, মোষরা। এই ছবিই ধরা পড়েছে এদিন।