পাকিস্তানের সাধারণ মানুষের প্রাণের মূল্য পাক সরকারের নেই! বিস্ফোরক অভিযোগ কর্নেল সোফিয়া কুরেশির
গণতন্ত্র বোঝার মতো ক্ষমতা পাকিস্তানের নেই! এবার তীব্র হুঙ্কার ভারতের
Big Breaking: পাকিস্তানের ৪টি এয়ারবেস ও ড্রোন লঞ্চপ্যাডকে ধ্বংসস্তূপে পরিণত করলো ভারতীয় সেনাবাহিনী
আর কিছুক্ষণ, ফের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী
এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত
আপাতত প্রচণ্ড গরম থেকে মুক্তি, কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম বাড়বে!
এ কোন সকাল? প্রাণের ঝুঁকিতে আমাদের প্রতিনিধি, শোনা যাচ্ছে পাক-গুলির আওয়াজ
"যখন উপযুক্ত হবে", তখন ক্ষতির পরিমাণ প্রকাশিত হবে! জানাল ভারত
দেশের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ! জানিয়ে দেওয়া হল তারিখ

অতীশি যা পারেন না তা কেজরিওয়াল করতে পারেন! বড় অভিযোগ তুলে কে করলেন এই দাবি?

বড় অভিযোগ করলেন তিনি

author-image
Anusmita Bhattacharya
New Update
kejriatishi

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে বড় অভিযোগ তুললেন ওয়াকফ ইমাম মাওলানা সাজিদ রশিদি। 

ওয়াকফ ইমাম মাওলানা সাজিদ রশিদি বলেছেন, "20 দিন আগে, আমরা দিল্লির মুখ্যমন্ত্রী আতিশির সাথে দেখা করেছি, তিনি 3-4 দিন অপেক্ষা করতে বলেছিলেন, এবং তিনি আমাদের বেতন ছেড়ে দেবেন৷ আমরা গোপাল মোহনকে অরবিন্দ কেজরিওয়ালের সাথে একটি বৈঠকের ব্যবস্থা করতে বলেছিলাম কারণ কারণ অতীশি যা পারেন না তা তিনি করতে পারেন৷ তাও হয়নি। গতকালের একদিন আগে আমরা এখানে এসেছি। গোপাল মোহন আমাদের দুদিন পর আসতে বললেন, তিনি আমাদের অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করবেন। আজ, তারা আমাদের আরও এক সপ্তাহ অপেক্ষা করতে বলছে। আমাদের অপেক্ষা করতে সমস্যা নেই তবে ৩ বা ৪ জানুয়ারি নির্বাচন ঘোষণা হতে যাচ্ছে এবং আচরণবিধি জারি হবে। এর পর অনুদান দেওয়া যাবে না। আমরা বলছি যে তাদের অন্তত অনুদান ছেড়ে দেওয়া উচিত ...কিন্তু তার জন্যও তারা প্রস্তুত নয়। প্রায় 240 জন গত 17 মাস ধরে বেতন বিহীন...আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব, যদি কোনও ইতিবাচক প্রতিক্রিয়া না আসে, তবে আমরা পরশু এসে প্রতিবাদে বসব"।