ওয়াকফ (সংশোধনী) বিলের তৈরি রিপোর্টে কি রয়েছে, জানালেন বিজেপি সাংসদ

AIMPLB প্রথমে ১৩ মার্চ ঠিক করেছিল, তারপর ১৭ তারিখে প্রতিবাদের ডাক দিয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Jagdambika

File Picture

নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ বিল নিয়ে এর আগেও বহুবার উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। স্তব্ধ হয়েছে বৈঠক। ফের একবার ওয়াকফ বিলের বিরুদ্ধে আগামী ১৭ মার্চ AIMPLB প্রতিবাদ দেখাতে চলেছে। 

waqf-board

সেই প্রতিবাদ প্রসঙ্গে, ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর উপর JPC-এর চেয়ারম্যান, বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বলেন, “আমরা AIMPLB-কে JPC-তে সাক্ষী হিসেবে ডেকেছিলাম। তারা যা বলেছে তা আমরা রেকর্ড করেছি; আমরা তাদের কাছ থেকে লিখিতভাবেও পেয়েছি। আমাদের কমিটি তখন একই বিষয়ে আলোচনা করেছে। আমরা এক মাস আগে রিপোর্টটি জমা দিয়েছিলাম। এটি জনসমক্ষে আসার পর, সবাই এটিকে স্বাগত জানিয়েছে। এক মাস পর, AIMPLB প্রথমে ১৩ মার্চ এবং তারপর ১৭ তারিখে প্রতিবাদ ডাকে। তাদের প্রতিবাদ কেবল প্রতিবাদ জানানোর জন্য। আমাদের রিপোর্টে এমন কী আছে যা তারা এর বিরোধিতা করছে? যদি তারা রিপোর্টটি পড়ে, তাহলে তাদের সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে”।