নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের কুলগাম এনকাউন্টার সম্পর্কে, দক্ষিণ কাশ্মীরের ডিআইজি জাভেদ আহমেদ মাটু বলেন, “৬ জুলাই শুরু হয় যৌথ অভিযান, আর ৭ জুলাই শেষ হয় সেই অভিযান। অভিযানে ২ সন্ত্রাসবাদী নিহত হয়েছে। তাদের মধ্যে একজন আদিল, তার বিরুদ্ধে বেশ কয়েকটি FIR নথিভুক্ত করা হয়েছিল আগেই। আর অন্য এনকাউন্টারটি হয়েছিল চিন্নিগাম এলাকায়। সেখানে ৪ সন্ত্রাসবাদী নিহত হয়েছে। এই এনকাউন্টারের সময় প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে”।