দূষণ মোকাবিলায় চাই জল! কৃত্রিম বৃষ্টিপাতই ভরসা

দূষণ পরিস্থিতির উন্নতি! কোন উপায়ে দূষণ রোধ করবে সরকার? সুপ্রিম কোর্টকে দূষণ মোকাবিলার পরিকল্পনা জানাতে চলেছে আপ।

author-image
Pallabi Sanyal
New Update
aaa

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : লাগাম ছাড়া দূষণকে নিয়ন্ত্রণে আনতে ইতিবাচক ফল দিচ্ছে বৃষ্টিপাত। এবার তাই দূষণ মোকাবিলায় কৃত্রিম বৃষ্টিপাতই ভরসা সরকারের। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন, "একিউআই স্তরে বৃষ্টিপাতের একটি ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। একিউআই  সূচকে একটি উন্নতি হয়েছে। আমরা অড-এর বাস্তবায়নের বিষয়ে আমাদের পরিকল্পনা, গবেষণা সুপ্রিম কোর্টের কাছে পেশ করতে যাচ্ছি এবং দিল্লির দূষণ নিয়ন্ত্রণে কৃত্রিম বৃষ্টিপাতের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরব।"