কাল শপথ নেবেন ওয়ানাড জয়ী প্রার্থী প্রিয়াঙ্কা

জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা।

author-image
Adrita
New Update
priyanka sad.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আগামীকাল লোকসভায় সাংসদ হিসেবে শপথ নেবেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্র এবং রবীন্দ্র বসন্তরাও চ্যাবন। সাম্প্রতিক লোকসভা উপ-নির্বাচনে তারা যথাক্রমে ওয়ানাড এবং নান্দেদ থেকে সংসদে নির্বাচিত হয়েছেন।

priyanka sad1.jpg