নিজস্ব সংবাদদাতাঃ বিপর্যস্ত ওয়ানাড। ভূমিধসের কারণে মৃতের সংখ্যা ৩০০ পার করেছে। উদ্ধার করা হয়েছে বহু মানুষকে। তাদেরকে নিরাপদে ত্রাণ শিবিরে রাখা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/eec65d8d-1c7.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, এখন ত্রাণ শিবিরে রয়েছেন ৫৯৯টি শিশু-সহ অন্তত ২৫১৪ জন। এছাড়াও, ৬ জন অন্তঃসত্ত্বাও রয়েছেন শিবিরে।
/anm-bengali/media/post_attachments/d5ef44ea-b26.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)