ভূতুড়ে ভোটার রুখতে কড়া দাওয়াই! ভোটার-আধার কার্ড সংযোগ নিয়ে বসছে বৈঠক

এর আগে তৃণমূলের ১০ সাংসদের প্রতিনিধি দল কমিশনে অভিযোগ জমা দেয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
election commission12.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জাতীয় নির্বাচন কমিশন ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করার পথে আরও একধাপ এগিয়ে গেল। ইতিমধ্যেই ৬বি ফর্মে আধার নম্বর সংযুক্ত করার অপশন রাখা হয়েছে। এবার, আগামী ১৮ মার্চ, ২০২৫, এই সংযুক্তিকরণ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, পরিষদীয় সচিব ও UIDAI-এর সিইও-র সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

গত ১১ মার্চ তৃণমূল কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল যে, আধার ক্লোন করে ভুয়ো ভোটার কার্ড তৈরি করা হচ্ছে। তারা দাবি করেছিল, ভোটার কার্ড-আধার সংযুক্তিকরণ হলে কীভাবে ভোটার তালিকার নিরপেক্ষতা বজায় রাখা হবে, তা কমিশনকে নিশ্চিত করতে হবে।

vote

মঙ্গলবার ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি - দুই পক্ষই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। তৃণমূলের ১০ সাংসদের প্রতিনিধি দল কমিশনে অভিযোগ জমা দেয়। বিজেপিও পাল্টা কমিশনের কাছে তাদের বক্তব্য রাখে।

তৃণমূল আগেই জানিয়েছিল যে, কমিশনের দেওয়া তিন মাসের সময়সীমা যথেষ্ট নয়। তাই শুধু সংসদে অভিযোগ না করে, প্রত্যক্ষভাবে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে বিষয়টি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে দল। আর তাই এবার ভোটার কার্ড ও আধার সংযুক্তির বিষয়ে কমিশনের পরবর্তী সিদ্ধান্ত কী হয়, সেটাই দেখার।