নিজস্ব সংবাদদাতাঃ ফের বিপাকে দিল্লির ক্ষমতাসীন দল। দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের সমস্যা যেন থামার নামই নিচ্ছে না। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা আরও একটি মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/bb78fa8418a1118da93afbbac4c6519e512766639c42c402c0b009fa684b0ee1.jpg)
দিল্লির মহল্লা ক্লিনিকগুলিতে ভুয়ো পরীক্ষার অভিযোগের সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে। অভিযোগ রয়েছে, ল্যাবের সুবিধার্থে ভুয়ো পরীক্ষা করা হচ্ছে। এর আগে মহল্লা ক্লিনিক এবং দিল্লির সরকারি হাসপাতালগুলিতে 'ক্লেম কেলেঙ্কারির' অভিযোগ উঠেছিল এবং এলজি ইতিমধ্যে সিবিআই তদন্তের সুপারিশ করেছেন।