মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর থমথমে বাড়ি, ED অফিসে বাড়ল নজরদারি

মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর কী অবস্থা তাঁর ঠিকানায়?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
cmhouse

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আপ প্রধানকে স্থানীয় আদালত ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে। এরপর তাঁর বাড়ির সামনে নিরাপত্তারক্ষীদের ভিড়। ব্যারিকেড রয়েছে।  

DELHICMHOUSE

ওদিকে দিল্লিতে ইডি অফিসের বাইরের চিত্র ধরা পড়েছে। রয়েছে কড়া প্রহরা। 

EDOFFICE

Add 1

স

cityaddnew

স