নিজস্ব সংবাদদাতা: রাম মন্দিরে শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার আগে একের পর এক তথ্য সামনে আসছে। এবার জানা গেল কে ভগবান রামের ভোগ রান্না করতে চলেছে। বঙ্গ বিজেপি এই নিয়ে X হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন যেখানে তারা জানিয়েছে যে ভগবান রামের ভোগ রাঁধবে বিষ্ণু। রন্ধনশিল্পী বিষ্ণু মনোহরের তৈরি করা ভোগের নাম হতে চলেছে রাম হালুয়া। এই ভোগ তৈরি করা হবে সুজি দিয়ে। ৯০০ কেজি সুজি, ১০০০ কেজি ঘি, দু ২০০০ লিটার দুধ, চিনিসহ কয়েক কিলো ড্রাই ফ্রুট দিয়ে তৈরি করা হবে রামের বিশেষ ভোগ। যে কড়াইয়ে এই ভোগ রান্না করা হবে তার ওজন ১৪০০ কেজি।