নিজস্ব সংবাদদাতা : সম্পত্তি মহাকুম্ভে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান ছত্তীসগড়ের ১০ জন দর্শনার্থী। এবার টুইট করে তাদের প্রতি সমবেদনা জানালেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি টুইট করে জানান যে '' উত্তরপ্রদেশের প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করতে গিয়ে দুর্ঘটনার কারণে কোরবা জেলার 10 জন ভক্তের মৃত্যুর খবরে আমি দুঃখিত। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কোরবা জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। ঈশ্বরের কাছে বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দিন। ওম শান্তি!