নিজস্ব সংবাদদাতা: দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেভা বলেছেন, "AAP নেতা এবং দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের হেরে যাওয়াতে নাচ করছিলেন অতীশি!র বলা উচিত কেন তিনি গতকাল অরবিন্দ কেজরিওয়ালের হেরে যাওয়াতে নাচ করছিলেন...গত 10 বছর ধরে অরবিন্দ কেজরিওয়াল এবং অতীশি যে লুটপাট করেছিলেন তার হিসাব তাদের এখনও দিতে হবে"।