বার্বাডোজে উড়ল ভারতের পতাকা, কেঁদে ভাসালেন বিরাট-হার্দিকরা! মাঠে শুয়ে হাত দিয়ে দুম দাম মারলেন রোহিত, ভাইরাল ভিডিও

অবশেষে বিশ্বকাপ ট্রফি জিতল ভারত।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল,ম্ব

নিজস্ব সংবাদদাতাঃ বার্বাডোজে এক নাগাড়ে বাজতে শুরু করল বন্দেমাতরম, প্রথমে ভারত অধিনায়ক দু’হাত শূন্যে তুলে জয়ধ্বনি দিলেন। তারপর সবুজ ঘাসের উপর লম্বা হয়ে শুয়ে পড়লেন রোহিত শর্মা। ক্ষণিকের মধ্যে মাঠে দুম দাম হাত দিয়ে মারতে শুরু করলেন। রোহিতকে দেখে বোঝাই যাচ্ছিল, এতদিনের স্বপ্নপূরণ হওয়ায় তিনি ঠিক কতটা খুশি। সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘুরল বিরাটের দিকে। দু’হাত শূন্যে তুলে সে এক অপার খুশি উদযাপন বিরাট কোহলির। এক এক করে ভারতের ক্রিকেটাররা উচ্ছ্বাস প্রকাশ করতে করতে ঢুকলেন মাঠে। ডাগআউটে ভারতের কোচিং স্টাফরা দু’হাত তুলে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। মুখে হাসি আর চোখে জল দেখা গেল বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের। 

হার্দিক পান্ডিয়ার দিকে ক্যামেরা যেতেই দেখা গেল, তিনি তখনও কেঁদে চলেছেন। শেষ ওভারে তিনিই তো বল হাতে প্রোটিয়াদের ছারখার করে দিলেন। ড্রেসিং রুমে যাওয়ার পথে বিরাট-রোহিত একে অপরকে জড়িয়ে শুভেচ্ছা দিলেন। হার্দিকের থেকে পতাকা নিয়ে রোহিতকে তা মাঠের মধ্যে পুঁতে দিতে দেখা যায়।