সম্বলে সহিংসতা, তদন্তের শেষ সীমা দেখে ছাড়ব

বড় দাবী করলেন নেতা।

author-image
Adrita
New Update
ফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সমাজবাদী পার্টির (এসপি) প্রতিনিধিদল সম্বল সফরে, সমাজবাদী পার্টির সাংসদ হরেন্দ্র সিং মালিক বলেছেন, " গ্রাউন্ড রিয়ালিটি কী ? ২৪ শে নভেম্বরের ঘটনা কীভাবে ঘটেছিল ? আমরা জাতির সামনে বাস্তবতা রাখব। যদি সরকার আমাদের অনুমতি দেয় আমরা সংসদেও বাস্তবতা বলবো আমরাও চাইব সত্যের ভিত্তিতে তদন্ত হোক। রাজ্য সরকার সম্বলে যে তদন্ত করছে তাতে আমাদের আস্থা নেই। এবং পুলিশ যখন ঘটনার সাথে জড়িত তখন সরকারের উচিত অন্য উপায় থেকেও তদন্ত করা। সম্বলের ঘটনা খুবই দুঃখজনক। আমরা এমন কিছু করব না যা দিয়ে সম্বলের পরিস্থিতির অবনতি হয়। আমাদের প্রতিনিধিদল সম্বলে যাওয়া নিয়ে তাদের কোনো সমস্যা হলে তাদের ভিডিওগ্রাফি করা উচিত। প্রশাসন আমাদের অনুমতি দিলে আমরা সম্বল পরিদর্শন করব। "

Mosque-temple spat: Why has India's Sambhal exploded into violent clashes?  | Religion News | Al Jazeera