নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় মিচাংয়ের ভয়াবহতার জন্য কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেশে এনডিআরএফ কর্মীদের মোতায়েন করেছে। তামিলনাড়ুতে প্রবল বৃৃষ্টির কারণে বিগত কয়েকদিন ধরেই ব্যাহত হয়েছে সাধারণ জীবনযাত্রা। এর মধ্যেই গতকাল অর্থাৎ ৬ ডিসেম্বর দক্ষিণ উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় মিচাং।
গ্রেটার চেন্নাই পুলিশের তথ্য অনুযায়ী, আজ সকাল অর্থাৎ ৬ ডিসেম্বর, বুধবার অবধি ঝড়ের তাণ্ডবে মোট ৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।