বিরসা মুন্ডা ছিলেন একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। বিদ্রোহীদের কাছে তিনি 'ভগবান' নামে পরিচিত ছিলেন।
নিজস্ব সংবাদদাতাঃ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর আজ সংসদ ভবন কমপ্লেক্সে উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাকে তাঁর জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
#WATCH | Delhi: Vice President Jagdeep Dhankhar pays floral tribute to tribal freedom fighter #BirsaMunda at Parliament House Complex, on his birth anniversary today. pic.twitter.com/dbPspL44UY