নিজস্ব সংবাদদাতা: সংসদের নিরাপত্তা লঙ্ঘন ঘটনা নিয়ে যে সময় সরগরম রাজ্য-রাজনীতি, ঠিক সেই সময় ৪ দিনে সংসদ থেকে সাসপেন্ড হয়েছেন প্রায় ১৫০ জন সাংসদ। সাসপেন্ড হওয়ার পর তাই সংসদের বাইরেই বসেছে মক অধিবেশন। আর সেখান থেকেই গতকাল উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করেছিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে এখন নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
গতকাল ওই ঘটনায় দেখা গিয়েছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন মিমিক্রি করছিলেন, সেই সময় রাহুল গান্ধী তাঁর ভিডিও করছিলেন। যা নিয়েও উঠেছে চর্চা। এদিন সেই প্রসঙ্গেই কার্যত অবাক যুক্তি দিলেন তৃণমূল সুপ্রিমো।
এদিন তৃণমূল সাংসদের নকল করা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাহুল জি একটি ভিডিও রেকর্ড না করলে আপনি জানতেনই না এই বিষয়টি”। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য ঠিক কি বোঝাতে চাইল, তা নিয়েই তৈরি হয়েছে নয়া বিতর্ক।