নিজস্ব সংবাদদাতা : এবার ভারতের পরমাণু শক্তি উৎপাদন ক্ষমতা নিয়ে নিজের বক্তব্য রাখতে গিয়ে বড় দাবি করে বসলেন মার্কিন উপ রাষ্ট্রপতি জে ডি ভ্যান্স। আজ তিনি বলেন, "আমরা এমনটাই বিশ্বাস করি যে আমেরিকার শক্তি, ভারতের পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যকে দ্রুত অর্জনের ক্ষেত্রে দারুন সহায়তা করতে পারে।''
/anm-bengali/media/media_files/2025/03/29/6OqYetiWxHBXASP3aF6e.PNG)
এরসাথে তিনি বলেন,"যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই জানে, বিশ্বব্যাপী শক্তি নিরাপত্তা ও শক্তির আধিপত্য ছাড়া কৃত্তিম বুদ্ধিমত্তা (AI)-এর কোনও সফল ভবিষ্যৎ কখনই সম্ভব নয়।" এই বক্তব্যের মাধ্যমে তিনি কৃত্তিম বুদ্ধিমত্তা (AI)-এর প্রসারেও দারুন জোর দিলেন।
ভারতে পারমানবিক শক্তি উৎপাদনে সহায়তা করবে আমেরিকা ! বড় দাবি করলেন জে ডি ভ্যান্স
কি বড় মন্তব্য করলেন মার্কিন উপ রাষ্ট্রপতি জে ডি ভ্যান্স ?
নিজস্ব সংবাদদাতা : এবার ভারতের পরমাণু শক্তি উৎপাদন ক্ষমতা নিয়ে নিজের বক্তব্য রাখতে গিয়ে বড় দাবি করে বসলেন মার্কিন উপ রাষ্ট্রপতি জে ডি ভ্যান্স। আজ তিনি বলেন, "আমরা এমনটাই বিশ্বাস করি যে আমেরিকার শক্তি, ভারতের পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যকে দ্রুত অর্জনের ক্ষেত্রে দারুন সহায়তা করতে পারে।''
এরসাথে তিনি বলেন,"যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই জানে, বিশ্বব্যাপী শক্তি নিরাপত্তা ও শক্তির আধিপত্য ছাড়া কৃত্তিম বুদ্ধিমত্তা (AI)-এর কোনও সফল ভবিষ্যৎ কখনই সম্ভব নয়।" এই বক্তব্যের মাধ্যমে তিনি কৃত্তিম বুদ্ধিমত্তা (AI)-এর প্রসারেও দারুন জোর দিলেন।