নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার হরিয়ানার নুহ (Nuh)-তে এক যাত্রার ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। এদিকে এই যাত্রাকে ঘিরে চড়ছে উত্তেজনা। কারণ অশান্তির আশঙ্কায় পুলিশ এই যাত্রার অনুমতি দেয়নি। এই প্রসঙ্গে রেওয়ারির দক্ষিণ রেঞ্জের আইজি রাজেন্দ্র বলেন, "স্থানীয় ও রাজ্য প্রশাসন অনুমতি দিতে অস্বীকার করেছে। আইন-শৃঙ্খলা রক্ষার জন্য এলাকায় বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পারস্পরিক সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।‘ অন্যদিকে হরিয়ানার আইন-শৃঙ্খলা বিভাগের এডিজি মমতা সিং বলেন, "আমরা কোনও ধরনের যাত্রা বা গোষ্ঠী চলাচলের অনুমতি দিতে অস্বীকার করেছি। ইন্টারনেট ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে... তদন্ত চলছে। ২৫০ জনেরও বেশি অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। চারটি এসআইটি প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে তদন্ত করছে... যারাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উস্কানি দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হবে।“