নিজস্ব সংবাদদাতাঃ প্রগতিশীল সিন্ধি সমাজ আয়োজিত এক অনুষ্ঠানে ভিএইচপির আন্তর্জাতিক কার্যকরী সভাপতি অলোক কুমার বলেন, "সিন্ধি সম্প্রদায় রাম মন্দির উদ্বোধন উৎসাহের সঙ্গে উদযাপন করছে। সিন্ধি সম্প্রদায় এবং সমগ্র ভারত ভুলে যায়নি যে আমাদের সিন্ধু এখনও স্বাধীন নয়। রাজা দাহিরের পরাজয়ের পর সিন্ধুতে যে দাসত্ব শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত রয়েছে। আমরা সিন্ধুর সেই হিন্দুদের স্মরণ করেছি যারা নিপীড়নের মুখোমুখি হয়েছিল। তাদের জীবন, নারী ও সম্পত্তি নিরাপদ নয়, তবুও তারা তাদের ধর্ম অনুসরণ করছে। আমরা শিয়া মুসলমানদেরও স্মরণ করেছি যারা দরগাহ পদ্ধতি অনুসরণ করে।"