নিজস্ব সংবাদদাতাঃ আবারও ভারতে এক নক্ষত্রের পতন ঘটল। চলে গেলেন বিখ্যাত গজল গায়ক পঙ্কজ উধাস। জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে খুব অসুস্থ ছিলেন। আজ সকালে মাত্র ৭২ বছর বয়সে প্রয়াত হন ভারতের বিখ্যাত গায়ক পঙ্কজ উধাস।
আজ সকাল ১১টায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর, কয়েক মাস আগে তার ক্যান্সার ধরা পড়ে এবং তিনি কারও সাথে দেখা করছিলেন না।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/NBAKptOTDC1TPOxAAkrY.webp)