নিজস্ব সংবাদদাতাঃ কেরালায় ধারাবাহিক (Kerala Blasts) বিস্ফোরণের ঘটনা নিয়ে দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে রয়েছে। এই ঘটনায় হু হু করে বাড়ছে মৃত ও আহতের সংখ্যা। ইতিমধ্যে দেশের বহু রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এসবের মাঝেই আজ বড় মন্তব্য করলেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ (Veena George)। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, 'আমাদের বিভিন্ন হাসপাতালে ১৭ জনকে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ১২ জন আইসিইউতে রয়েছেন, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের মধ্যে ৩ জন ভেন্টিলেটরে রয়েছেন। আমরা সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছি। পুলিশকে ব্যবস্থা নিতে দিন, তারা সব প্রশ্নের উত্তর দেবে।‘
তিনি আরও বলেন, ‘গতকাল রাতেও ক্যাজুয়ালটি ওয়ার্ডে লোকজন আসছিল, প্রায় ৬০ জন বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন এবং একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আমরা একটি হেল্পলাইন চালু করেছি এবং আমরা ১৪৩ টি কল পেয়েছি। বর্তমানে আমাদের অগ্রাধিকার হচ্ছে জীবন বাঁচানো এবং আমরা সর্বোচ্চ সহায়তা দিচ্ছি। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সর্বদলীয় বৈঠক করছেন, বৈঠকের পরে তিনি ব্রিফ করবেন।‘
রবিবার সকালে কালামাসেরির একটি খ্রিস্টান কনভেনশন সেন্টারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৫২ জনকে কেরালার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইসিইউতে রয়েছেন ১৮ জন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ১২ বছর বয়সী এক কিশোরীর অবস্থা খুবই গুরুতর। শিশুটির দেহ ৯০ শতাংশ পুড়ে গেছে। একই সঙ্গে কালামাসেরী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন।
এ ছাড়া বিস্ফোরণে লিবিনা নামে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। কেরালার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) শেখ দরবেশ সাহাব তিরুবনন্তপুরমে সাংবাদিকদের বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণটি একটি আইইডি দ্বারা হয়েছিল। কেরালার ত্রিশূর জেলায় 'যিহোবার সাক্ষী' গোষ্ঠীর সদস্য বলে দাবি করা এক ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। দেখুন ভিডিও...
#WATCH | Kochi: On the Kalamassery blast, Kerala Health Minister Veena George says, "... Last night also, people were coming to the casualty ward, around 60 people sought treatment from different hospitals, and one was brought dead... We have started a helpline and we have… pic.twitter.com/iG2bYebKlK
— ANI (@ANI) October 30, 2023
#WATCH | Kochi: On the Kalamassery blast, Kerala Health Minister Veena George says, "... Last night also, people were coming to the casualty ward, around 60 people sought treatment from different hospitals, and one was brought dead... We have started a helpline and we have… pic.twitter.com/iG2bYebKlK
— ANI (@ANI) October 30, 2023