নিজস্ব সংবাদদাতা: আগামী ২৫ নভেম্বর রাজস্থানে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে অংশ নিচ্ছে সকল দলই। ফলে ভোটও হাইভোল্টেজ।
জয়পুরে একটি অনুষ্ঠানে বিজেপি নেত্রী ও রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এদিন যোগ দেন জনসভায়। সেখান থেকে তিনি বলেন, “কয়েকদিন আগে প্রিয়াঙ্কা গান্ধী এখানে গিয়েছিলেন। তার সফরের সময় তিনি মহিলাদের প্রতি তার উদ্বেগ প্রকাশ করেছিলেন। যদি রাজস্থান সরকার নারী শক্তি' স্কিমের সময়সীমা বাড়িয়ে দিত, তাহলে সেখানকার মহিলারাই উপকৃত হত। যখনই তিনি এবং তার ভাই সফর করেন, তারা রাজস্থানের জনগণকে কিছু প্রতিশ্রুতি দেন তবে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন এমনটি প্রয়োজন বোধ করেন না। আর সেই জন্যেই ৫ বছর পরেও কৃষকদের ঋণ মকুব করা হয়নি। নারীদের বিরুদ্ধে অপরাধের পরিমাণ দিনের পর দিন বেড়ে যাওয়ার কারণে, রাজস্থানের মানুষরা তাদের পরিবারের মহিলাদের জন্য ভয় পায়। আর এতোকিছুর পরেও কংগ্রেস প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করেনি”।