নিজস্ব সংবাদদাতাঃ ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা পায় ভারত। ব্রিটিশ শাসনের বুকে চিড় ধরিয়ে দেয় বিপ্লবীরা। যোগ্য জবাব দিতে মাঠে হাজির হয় নেতাজী সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ বাহিনী। অবশেষে তাদের সেই বলিদানের বদলে আসে স্বাধীনতা। যা আজও অনুপ্রেরণা জোগায় ১৪০ কোটিরও বেশি মানুষকে। বিপ্লবীদের শ্রদ্ধা জানাতেই প্রতি বছর ১৫ আগস্ট পালিত হয় স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ত্রিরঙা আলোকসজ্জায় সেজে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত।
স্বাধীনতা দিবসের আগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসকে ত্রিরঙ্গে আলোকিত করা হয়েছে।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে কলকাতা হাইকোর্ট আলোকসজ্জায় সজ্জিত।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাষ্ট্রপতি ভবন আলোকসজ্জায় সজ্জিত।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিহারের পাটনা সচিবালয় আলোকিত করা হয়েছে।
স্বাধীনতা দিবসের উচ্ছ্বাসে মুখরিত দিল্লি, ত্রিরঙ্গে আলোকিত কুতুব মিনার।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে বেঙ্গালুরুর বিধান সৌধকে আলোকিত করা হয়েছে।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে কেরালার ত্রিবান্দ্রম আন্তর্জাতিক বিমানবন্দর পতাকার রঙে আলোকিত।