মাসান হোলিতে মত্ত বারাণসী, দেখুন সেই মুহুর্ত -

আজ বারাণসীতে মণিকর্ণিকা ঘাটে পালিত হচ্ছে মাসান হোলি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Devotees-palying-holi-1024x704.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে হোলির উৎসব। এবছর বাড়তি উন্মাদনায় রয়েছে রাম রাজ্যে। কেননা রাম মন্দির ঘিরে মানুষের ঢল পড়ছে চোখে পড়ার মত। আর তাঁর সাথেই হোলির বিভিন্ন অনুষ্ঠানে মেতে উঠছে পর্যটকেরা। আজ বারাণসীতে মণিকর্ণিকা ঘাটে পালিত হচ্ছে মাসান হোলি। আর মাসান হোলিতে অংশ নিতে মণিকর্ণিকা ঘাটে দেখা যাচ্ছে জনসমুদ্র। দেখুন হোলি খেলার সেই মুহুর্ত -

masan-holi-kashi-167790472216x9-ezgif.com-avif-to-jpg-converter.jpg

masan-holi-2.jpeg

Add 1

cityaddnew

স