নিজস্ব সংবাদদাতাঃ বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) শনিবার থেকে হাওড়া (Howrah) থেকে পুরী (Puri) পর্যন্ত প্রথম বাণিজ্যিক পরিষেবা শুরু করেছে। জানা গিয়েছে, আগামী আট দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। বুধবার থেকে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের বুকিং প্রক্রিয়া শুরু করেছে রেল। অল্প সময়ের মধ্যে নিঃশেষিত টিকিট। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) পুরী থেকে সেমি হাই স্পিড ট্রেনটির উদ্বোধন করেন। শনিবার সকাল ৬টা ১০ মিনিটে নিয়মিত পরিষেবা শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের ১,১২৮ টি আসনের টিকিট বুক করা হয়েছিল।