ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার শুভ সময় জানেন?

সময়টা এখানেই পড়ুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
vaifota

নিজস্ব সংবাদদাতা: বাঙালির বারো মাসে তের পার্বণ লেগেই আছে। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। তবে অনেক বাড়িতে আছে কিছু আলাদা নিয়ম। তাই শুক্লপক্ষের প্রতিপদের দিনও বহু জায়গায় উদযাপন করা হয় ভাইফোঁটা। 

ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই -দাদাদের কপালে চন্দন-কাজল- দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে তাদের মঙ্গল কামনা করে থাকে। রাখির মতোই এটি ভাই-বোনের অটুট বন্ধনের জন্য পালিত একটি পবিত্র উৎসব। ভ্রাতৃদ্বিতীয়া নিয়ে কথিত আছে, এদিন মৃত্যুর দেবতা যম, তার বোন যমুনার হাতে ফোঁটা নেন। অন্যদিকে আবার শোনা যায়, নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে যখন আসেন, তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খাওয়ান। এরপর থেকেই ভাইফোঁটা উৎসবের সূচনা হয়। 

ভাইফোঁটা ২০২৪ দিনক্ষণ (Bhai Phota 2024 Date- Time)

* ভ্রাতৃ দ্বিতীয়া - ৩ নভেম্বর (১৭ কার্তিক), রবিবার। 

* প্রতিপদ - ১ নভেম্বর (১৫ কার্তিক) সন্ধ্যা ৫/৮/৮ মিনিট থেকে ২  নভেম্বর (১৬ কার্তিক) রা ৬/৫৩/২৩ পর্যন্ত।   

* দ্বিতীয়া শুরু - ২ নভেম্বর (১৬ কার্তিক) রা ৬/৫৩/ ২৪ মিনিট থেকে। 

* দ্বিতীয়া শেষ - ৩ নভেম্বর (১৭ কার্তিক) রা ৮/১৫/১২ পর্যন্ত।