নিজস্ব সংবাদদাতা: সকাল সকাল ভোট দিয়ে দিলেন বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে। ঝালাওয়ারের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ রাজস্থানে ১৩টি আসনে ভোট হচ্ছে।
ভোট দেওয়ার পর বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে এদিন বলেন, “দেশ উন্নয়ন চায়, এই কারণেই বিজেপি আবার সরকার গঠন করবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে জয়ী হবেন। ঝালাওয়ারের সাংসদ দুষ্যন্ত সিং ভাল সমর্থন পাচ্ছেন। আমি বিশ্বাস করি তিনি এবারও ইতিহাস সৃষ্টি করবেন। আমরা কখনই কোনো কিছুকে গ্রাস করতে পারি না, সবকিছুই ভগবান ও ভোটারদের হাতে”।