খুলে গেল বদ্রীনাথ ধামের দরজা! সাত সকালেই ভক্তদের ঢলে ঢলে ভিড়, দেখুন ভিডিও

সাত সকালে ভারতীয় সেনা ব্যান্ডের সুমধুর সুরের মধ্যে আজ বদ্রীনাথ ধামের দরজা খুলেছে।

author-image
Probha Rani Das
New Update
znmmcq2.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বহু অপেক্ষার পর খুলে গেল বদ্রীনাথ ধামের দরজা। ভারতীয় সেনা ব্যান্ডের সুমধুর সুরের মধ্যে আজ বদ্রীনাথ ধামের দরজা খুলেছে। দরজা খোলার পরে ভক্তরা শ্রী বদ্রীনাথ ধামে ভিড় করেন। তারা বদ্রীনাথ মন্দিরে সম্পূর্ণ আনুষ্ঠানিকতা, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং 'বদ্রি বিশাল লাল কি জয়' স্লোগান দেয়। দেখুন সেই ভিডিও – 

znmmcq1.jpg

Add 1