উত্তরকাশী টানেল: আটকে পড়া শ্রমিকদের জন্য কঠিন চ্যালেঞ্জ, কি বলছেন ডাক্তার?

উত্তরকাশী টানেলে আটকে পড়া শ্রমিকদের নিয়ে এবার নয়া বার্তা দেওয়া হল ডাক্তারদের তরফে। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
uttarkashiss.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশী টানেলে আটকে পড়া শ্রমিকদের বিষয়ে ডাঃ যুগল কিশোর (কমিউনিটি মেডিসিন, সফদরজং হাসপাতাল) নিজের মন্তব্য এবার জানিয়েছেন। তিনি জানিয়েছেন নানাবিধ শারীরিক ও মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে শ্রমিকদের। ফলে তাদের পক্ষে হাঁটা-চলা করা কঠিন হবে। তিনি বলেছেন, "যখন এমন পরিস্থিতি হয়, তখন তারা মানসিক এবং শারীরিক উভয় চ্যালেঞ্জের সম্মুখীন হয়। দীর্ঘ সময় ধরে খাবার এবং জল না পেয়ে, ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতা ঘটতে পারে এবং ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকতে পারে। মনের মেঘের কারণে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাদের শরীরের পেশীগুলো হয়তো খুব দুর্বল হয়ে গেছে তাই তাদের জন্য হাঁটা-চলা করা কঠিন হবে।"

hiring 2.jpeg