উত্তরকাশী টানেল বিপর্যয়: ঢোকানো হল লাইট! শুরু হচ্ছে উদ্ধারকার্য

এই মুহূর্তে সারা দেশ অপেক্ষায় যে কখন সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে ৪১ জন শ্রমিককে সুরক্ষিতভাবে বের করে আনা হবে। এবার এল এক বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশী টানেল বিপর্যয় নিয়ে এবার নতুন আপডেট। এবার জানা গেল যে ৪১ জন শ্রমিক সুড়ঙ্গের ভেতরে ঠিক যেখানে আটকে পড়েছে সেখানে পৌঁছে গেছে পাইপ। পাইপ লাইনের ভেতর লাইট লাগিয়ে দেওয়া হয়েছে যাতে উদ্ধার কার্য চলাকালীন কোনও অতিরিক্ত সমস্যা না হয় উদ্ধারকারীদের পক্ষে। এবার যে কোনও সময়ে শুরু হতে পারে উদ্ধারকার্য।

hiring.jpg