উত্তরকাশী টানেল বিপর্যয়: আর মাত্র ১৫-২০ মিনিট! উদ্ধারকার্য সফল

উদ্ধারকার্য সফল। ১৭ দিনের অপেক্ষার পর এবার মুক্তি পাবে শ্রমিকরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: উদ্ধারকার্যে অংশগ্রহণকারী এক উদ্ধারকারী এবার এক সুখবর শোনালেন। তিনি দাবি করছেন যে উদ্ধারকার্য সম্পূর্ণ হয়েছে এবং আগামী ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে শ্রমিকরা একে একে বেরিয়ে আসবে সুড়ঙ্গের ভেতর থেকে। আধ ঘন্টা লাগবে ৪১ জন শ্রমিককে বের করে আনতে।