নিজস্ব সংবাদদাতা: হরিদ্বারে দুটি মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নিল উত্তরাখণ্ড সরকার। এই প্রসঙ্গে হরিদ্বারের এসডিএম অজয়বীর সিং বলেছেন, "যেসব মাদ্রাসা বোর্ড বা শিক্ষা বিভাগের সাথে নিবন্ধিত নয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্যামপুর থানা এলাকার গান্ডি খাতায় দুটি মাদ্রাসা সিল করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আমাদের অবৈধ মাদ্রাসা এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।"
/anm-bengali/media/media_files/B4FuKdVRPRqRqEjnVVSX.jpg)