জল দূষণ, জলবায়ু পরিবর্তন… বৃক্ষরোপণের গুরুত্ব বাড়ছে ক্রমশ! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মোথোরওয়ালায় উত্তরাখণ্ডের লোক উৎসব 'হারেলা' উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

author-image
Probha Rani Das
New Update
HJKJLK;/L

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মোথোরওয়ালায় উত্তরাখণ্ডের লোক উৎসব 'হারেলা' উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। 

pushkarsinghdh1.jpg

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর দীর্ঘশ্বাস ধামি বলেছেন, “বনসৃজন, জল দূষণ, জলবায়ু পরিবর্তনএই ধরনের অনেক সমস্যা আমাদের সামনে রয়েছে এবং এটি বৃক্ষরোপণের গুরুত্ব বাড়িয়ে তোলে। সেই কারণেই বিশ্ব পরিবেশ দিবসে দেশের কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রত্যেকে যেন মায়ের নামে গাছ লাগান। আমি সকলকে তা অনুসরণ করার আবেদন জানাচ্ছি।” 

Adddd