নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের ATS-এর তরফে জানানো হয়েছে, অবৈধ রোহিঙ্গা ও বাংলাদেশিদের নামে ৫০০টির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। ঘটনায় দিল্লি থেকে উত্তরপ্রদেশের ATS মহম্মদ আবদুল আউয়াল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। উত্তরপ্রদেশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS) দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল ভিত্তিক একটি এনজিও-তে আসা বিদেশী তহবিলগুলি তদন্ত করে। সেখান থেকেই দিল্লিতে নথিভুক্ত ৫০০ টিরও বেশি 'সন্দেহজনক' ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া যায়।