বড় খবর! এক ধাক্কায় ৪ টাকা বাড়ল Bus ভাড়া

উত্তর প্রদেশ (Uttar Pradesh) রোডওয়েজ বাসে (Bus) ভ্রমণকারীদের জন্য খরচ আরও বাড়তে চলেছে। এখন থেকে রোডওয়েজ বাসে যাতায়াতের জন্য অতিরিক্ত চার টাকা (Bus Fare) দিতে হবে। নয়ডা ডিপো থেকে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের সমস্ত শহরে বাস চলাচল করে।

author-image
Pritam Santra
New Update
bus

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর প্রদেশ (Uttar Pradesh) রোডওয়েজ বাসে (Bus) ভ্রমণকারীদের জন্য খরচ আরও বাড়তে চলেছে। এখন থেকে রোডওয়েজ বাসে যাতায়াতের জন্য অতিরিক্ত চার টাকা (Bus Fare) দিতে হবে। নয়ডা ডিপো থেকে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের সমস্ত শহরে বাস চলাচল করে। এই সমস্ত বাসের ভাড়া বাড়ানো হয়েছে। নয়ডা ডিপোর অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার নরেশ পাল সিং জানিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) ১ এপ্রিল থেকে সমস্ত জায়গায় টোল ফি বাড়িয়েছে। নয়ডা ডিপো থেকে উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের সমস্ত শহরে বাস চলাচল করে।